ঢাকা, ২০ মে সোমবার, ২০২৪ || ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
good-food
২১২

আফগানিস্তানে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করলো তালিবান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৪ ১৭ আগস্ট ২০২৩  

আফগানিস্তানের সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির ক্ষমতাসীন তালিবান প্রশাসন। তাদের দাবি, এই ধরনের কার্যকলাপ ইসলামী আইন বা শরিয়া বিরোধী।

 

বুধবার (১৬ আগস্ট) তালেবান প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে কার্যকর থাকা শরিয়াহ আইন বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর কোনো ভূমিকা নেই। তাই এসব দলের কার্যক্রম বন্ধ থাকবে।

 

পশ্চিমা সমর্থিত সরকারকে হটিয়ে কাবুলে ক্ষমতায় ফিরে আসার দ্বিতীয় বার্ষিকী পালন করার একদিন পর এই পদক্ষেপ নেওয়া হলো।

 

তালেবান সরকারে অন্তর্বর্তীকালীন বিচারমন্ত্রী শেখ মৌলভী আব্দুল হাকিম শারায়ে কাবুলে তার মন্ত্রণালয়ে  সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন।

 

এই পদক্ষেপের বিশদ বিবরণ না দিয়ে তিনি বলেন, ‘দেশে রাজনৈতিক দল পরিচালনা করার কোনও শরিয়া ভিত্তি নেই। তারা জাতীয় স্বার্থে কাজ করে না, দেশবাসীও তাদের পছন্দ করে না।’

 

২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসে কট্টরপন্থি এই দলটি। মূলত সেসময় যুদ্ধবিধ্বস্ত এই দেশ থেকে মার্কিন সেনাদের বিশৃঙ্খলভাবে প্রত্যাহার করে নেওয়ার পরে ক্ষমতা দখল করে তারা।

 

তবে দুই বছর আগে তালেবানের ক্ষমতা দখলের আগপর্যন্ত ৭০টিরও বেশি বড় ও ছোট রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের বিচার মন্ত্রণালয়ে নিবন্ধিত ছিল।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর