ঢাকা, ২৮ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ১৩ ভাদ্র ১৪৩২
good-food
৩৮৫

আরাফাতের জন্য ডিম-জুতার মালা নিয়ে আদালতে হিরো আলম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫০ ২৮ আগস্ট ২০২৪  

হিরো আলমের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের জন্য ডিম ও জুতার মালা নিয়ে আদালতে যান হিরো আলম। 

 

বুধবার (২৮ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।  আরাফাতের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলার আবেদন করেছেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।


আদালত থেকে বের হয়ে হিরো আলম বলেন, আমাকে যে মারধর করা হয়েছে সেই ব্যথা এখনও রয়েছে। আমি শুনেছি আরাফাতকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। লোকজনের ভয়ে তাকে আদালতে আনা হচ্ছে না। আরাফাতের নির্যাতনের শিকার যারা তারাও  আদালতে এসেছে। তিনি বলেন, উপনির্বাচনের সময় আমাকে হত্যার উদ্দেশ্যে আরাফাতের নেতৃত্বে তার লোকজন হামলা চালায়।  আদালতে সেই অভিযোগে তার বিরুদ্ধে মামলা করতে এসেছি।

রাজনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর