ঢাকা, ১৪ মে বুধবার, ২০২৫ || ৩০ বৈশাখ ১৪৩২
good-food
১৮

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: উদ্বিগ্ন ভারত চায় দ্রুত নির্বাচন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৯ ১৩ মে ২০২৫  

বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় নয়াদিল্লিতে আয়োজিত এক নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই উদ্বেগ প্রকাশ করেন।

 

তিনি বলেন, "যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই একটি বৃহৎ রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ অত্যন্ত উদ্বেগজনক। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় এমন পদক্ষেপ রাজনৈতিক পরিসর সংকুচিত করে, যা ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশের জন্য স্বাভাবিকভাবেই উদ্বেগের বিষয়।" এ সময় মুখপাত্র বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় দ্রুত "একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন আয়োজনের" ওপরও জোর দেন।

 

 

গত ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থেকে আওয়ামী লীগ ভারত-বাংলাদেশ সম্পর্ককে ঘনিষ্ঠ ও কৌশলগত পর্যায়ে নিয়ে যায়। একাধিক ইস্যুতে ভারতের স্বার্থ রক্ষায় শেখ হাসিনা সরকারের ভূমিকা ছিল সহানুভূতিশীল—এমন অভিযোগ বহুবার উঠেছে। ফলে গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের কূটনৈতিক অস্বস্তি বাড়ে।

 

বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করার কৌশল অবলম্বন করে আসছিল। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং নির্বাচন কমিশনের হাতে দলটির নিবন্ধন স্থগিত হওয়াকে ভারত ভালোভাবে নেয়নি।

 

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এরই মধ্যে এই নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, গণহত্যার অভিযোগে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকবে। ভারতের এই মন্তব্যকে বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখে কিনা—তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। অতীতে ভারত যখন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল, তখন বাংলাদেশ কড়া জবাবও দিয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর