ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৩৩৭

ইংল্যান্ড সফরে পাকিস্তানের ব্যাটিং কোচ ইউনিস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২০ ১০ জুন ২০২০  

আসন্ন ইংল্যান্ড সফরে পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন দেশটির সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান ইউনিস খান। এছাড়া স্পিন বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে ডানহাতি লেগস্পিনার মুশতাক আহমেদকে। প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল-হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে যুক্ত হবেন তারা।

তবে শুধু ইংল্যান্ড সফরের জন্য ইউনিস-মুশতাককে নিয়োগ দেয়া হয়েছে। আগামী আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের ইংল্যান্ড সফরের সূচি নির্ধারিত আছে। সফরে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আজহার-বাবররা।

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট বিদায় বলেন ইউনিস। এরপর এ প্রথম জাতীয় দলে কোনও দায়িত্ব পেলেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এমন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত খান।

তিনি বলেন, আমার কাছে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার থেকে বেশি গৌরব আর কিছু হতে পারে না। আমি অনেক আনন্দিত যে, ইংল্যান্ড সফরে আমাকে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব প্রদান করা হয়েছে। পাকিস্তান দলে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। যাদের ভালো করার সামর্থ্য রয়েছে। 

ইউনিস বলেন, মিসবাহ-ওয়াকার-মুশতাকের সঙ্গে কাজ করে সেসব খেলোয়াড়দের আরও ভালোভাবে গড়ে তুলবো এবং মাঠের ভেতর ও বাইরে তাদের সবধরনের সহযোগিতা করার চেষ্টা করব। ক্রিকেটারদের মধ্যে আমার অভিজ্ঞতা ছড়িয়ে দিতে সক্ষম হবো আশা করছি।

২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে একমঙ্গে ক্রিকেটকে বিদায় জানান মিসবাহ ও ইউনিস। দীর্ঘদিন পাকিস্তানের মিডলঅর্ডারের কান্ডারি ছিলেন তারা। তাই তাদের বোঝাপড়াটা বেশ ভালো। 

ব্যাটিং কোচ হিসেবে ইউনিসকে পাওয়ার ব্যাপারে মিসবাহ বলেন, আমি তাকে স্বাগত জানাই এবং তার সঙ্গে কাজ করে পাকিস্তান ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা দুজন, দুজনকে অনেক ভালোভাবে চিনি, দীর্ঘদিন একসঙ্গে খেলেছি। দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অতীতে যেভাবে কাজ করেছি এখনও তাই করতে চাই।

১৭ বছরের ক্রিকেটীয় ক্যারিয়ারে ১১৮টি টেস্ট খেলেন ইউনিস। এ সংস্করণে রান করেন ১০,০৯৯। এছাড়া ২৬৫টি ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টি খেলেন তিনি। ওয়ানডেতে ৭২৪৯ ও টি-টোয়েন্টিতে ৫১ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। তার অসামান্য নেতৃত্বে ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে পাকিস্তান।

আর ২০০৩ সালে ক্রিকেটকে বিদায় জানান মুশতাক। তিনি এবার পেয়েছেন দলের বোলিং কোচের দায়িত্ব। নিজ দেশের দায়িত্ব গ্রহণ করার আগে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

১৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ৫২টি টেস্টে ১৮৫ উইকেট এবং ১৪৪টি ওয়ানডেতে ১৬১ উইকেট শিকার করেন মুশতাক। তার ব্যাপারে মিসবাহ বলেন, আহমেদের অভিজ্ঞতায় অনেক। খেলোয়াড়ের পাশাপাশি বোলিং পরামর্শক হিসেবে ভালো অভিজ্ঞতা অর্জন করেছেন। ৪৯ বছর বয়সীর এ অভিজ্ঞতা দেশের খেলোয়াড়দের উন্নতিতে সহায়তা করবে।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর