ঢাকা, ১২ অক্টোবর রোববার, ২০২৫ || ২৬ আশ্বিন ১৪৩২
good-food

বিপিএলের সম্ভাব্য তালিকায় নোয়াখালী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৪৫ ১২ অক্টোবর ২০২৫  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরের জন্য দল আহ্বান করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। যেখানে আগ্রহী হলেই দল হিসেবে নাম লেখাতে পারবে নোয়াখালী। পুরো দেশের মোট ১০টি ফ্র্যাঞ্চাইজির একটি রূপরেখা তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখান থেকে যে কোনো দল শর্ত পূরণ করে নাম লেখাতে পারে বিপিএলে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার সন্ধ্যায় খবরটি জানিয়েছে বিসিবি। যেখানে দলগুলোকে পাঁচ বছরের জন্য মালিকানা নেওয়ার আহ্বান করা হয়েছে। এর আগে তিন বছরের বেশি মালিকানা পায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারই প্রথম পাবে পাঁচ বছর করে মালিকানা। তালিকায় থাকা ১০টি অঞ্চলের নাম হলো- বরিশাল, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট।

 

আসন্ন বিপিএল নিয়ে আজ শনিবার বিকেলে বিসিবিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক হয়েছে। সভা শেষে বিপিএল গভার্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের বলেন, ‘‘নির্বাচনের পর নতুন দায়িত্ব পেয়েছি আমরা। আজকের সভায় প্রথমেই ঠিক করতে হয়েছে, এত স্বল্প সময়ের মধ্যে বিপিএল করব কি না। বোর্ড সভায় আলোচনা হয়েছে, আমরা ধরেছি ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি সময়টাকে। আগের দলগুলোর চুক্তি শেষ, তাই এবারের বিপিএল নতুনভাবে শুরু হচ্ছে।”

 

বিসিবি এই পরিচালক আরও বলেন, ‘‘আমরা দশটা অঞ্চলের নাম বলেছি, তবে এবার সময় কম। তাই অন্তত পাঁচটা দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করছি। বলছি না ছয় বা সাতটা দল হবে না, কিন্তু আমাদের প্রাধান্য পাঁচটি দল নিয়েই টুর্নামেন্ট শেষ করা। আগের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নিয়ে যে সব সমস্যা হয়েছিল, এবার আমরা কঠোর থাকব। ফাইনান্সিয়াল দিক ঠিক না থাকলে, কিংবা ম্যানেজমেন্ট দুর্বল হলে, বড় প্রতিষ্ঠান হলেও ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে না। ফাইনান্স আর ক্রিকেট ম্যানেজমেন্ট—দুটোই এবার কঠোরভাবে যাচাই করা হবে।”

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর