ঢাকা, ২২ অক্টোবর বুধবার, ২০২৫ || ৭ কার্তিক ১৪৩২
good-food

যে কারণে সুপার ওভারে মাঠে নামেননি রিশাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫২ ২২ অক্টোবর ২০২৫  

বাংলাদেশের দলীয় স্কোর ২০০ ছোঁয়ার মূল কাজটা করে দিয়েছিলেন রিশাদ হোসেন। সবাই যখন মন্থর ইনিংস খেলতে ব্যস্ত, সেখানে রিশাদ ৯ নম্বরে ব্যাটিং করেন ২৭৮.৫৭ স্ট্রাইক রেটে। ব্যাট হাতে তার ১৪ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস বাংলাদেশকে এনে দেয় ২১৩ রানের পুঁজি।

 

রিশাদের ওই ইনিংসের পর সুপার ওভারে তাকেই ব্যাটিংয়ে দেখতে চেয়েছিলেন সবাই। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে নামায় দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসানকে। এমনকি সৌম্য আউট হওয়ার পরও নামানো হয়নি রিশাদকে। 

 

সুপার ওভারে তৃতীয় ব্যাটার হিসেবে ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত। এই বাঁহাতি ব্যাটার পারেননি সমীকরণ মেলাতে। দুই ওয়াইড ও এক নো বলের পরও ১১ রান তুলতে না পেরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ।

 

সুপার ওভারে রিশাদকে না নামানো নিয়ে অবাক বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। এমনকি অবাক হয়েছে ওয়েস্ট ইন্ডিজও। এই ম্যাচ হারার পর সবারই প্রশ্ন, কেন রিশাদ কে মাঠে নামানো হয়নি?

 

এর উত্তর জানতে চাওয়া হয় ম্যাচ শেষে সৌম্যের কাছেও। এই বাঁহাতি ব্যাটার জানিয়েছেন, রিশাদকে না নামানোর সিদ্ধান্ত কোচ এবং অধিনায়ক নিয়েছেন।

 

সৌম্য বলেন, “কোচ আর অধিনায়ক পরিকল্পনা করেছেন। এটা তাদের পরিকল্পনার একটা অংশ ছিল। উনারা চিন্তা করেছেন, মূল ব্যাটসম্যানদের পাঠাবেন এই সময়টাতে।” 

 

সৌম্য আউট হওয়ার পরও কেন নামানো হয়নি সে ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “এটা একটা ভালো প্রশ্ন। সত্যি বলতে কী, এটা নিয়ে তো কেউ আমরা চিন্তা করি নাই। এটা কোচ-অধিনায়ক চিন্তা করেছেন।”

 

“ওখানে আমরা কিন্তু জানতাম না যে, আকিল হোসেন বল করবেন। যদি আমরা দুই বাঁহাতি নেমে যেতাম, ওই সময় যদি কোনো অফ-স্পিনার আসত, তখন কিন্তু আমরা বিপদে থাকতাম। এজন্য ডানহাতি-বাঁহাতি ছিল।”, যোগ করেন সৌম্য।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর