ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৮৫৪

ইন্দোনেশিয়ার দোকান থেকে ১৯৩ বাংলাদেশি উদ্ধার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৮ ৭ ফেব্রুয়ারি ২০১৯  

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মেদান শহরের বদ্ধ দোকান থেকে ১৯৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। তারা অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়ায় ছিল।

বৃহস্পতিবার উত্তর সুমাত্রার অভিবাসন কার্যালয়ের প্রধান ফেরি মোনাং সিহিতে বলেন, উদ্ধার সব বাংলাদেশিই মানবপাচারের শিকার। তারা মালয়েশিয়া যাওয়ার জন্য পর্যটক হিসেবে বালি এবং যোগ্যকার্তা হয়ে সুমাত্রায় এসেছে। পাচারকারীদের প্রলোভনে পড়ে বালিতে চারদিন বাস ভ্রমণের পর মেদান পৌঁছেছে।

সিহিতে বলেন, বুধবার রাতে তাদের উদ্ধার করা হয়। তখন সবাই সুস্থ ছিল। উদ্ধারের পর অভিবাসন বন্দিশালায় রাখা হয়েছে। ওদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হতে পারে।

মোনাং সিহিতে বলেন, আটকরা সবাই বাংলাদেশি। কোনো রোহিঙ্গা নেই। গেল কয়েক বছরে শত শত রোহিঙ্গা নৌকাযোগে বাংলাদেশ ও মিয়ানমার থেকে পালিয়ে সুমাত্রায় পৌঁছায়। তাদের অধিকাংশের গন্তব্য ছিল মালয়েশিয়া।