ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
১৬০

উত্তর ভারতে রেড অ্যালার্ট জারি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৭ ২৯ ডিসেম্বর ২০২৩  

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে উত্তর ভারতের দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়। এসব অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ ব্যাহত হচ্ছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি  এ তথ্য জানিয়েছে ।

 

রাজধানী দিল্লিতে ঘন কুয়াশার কারণে শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে। বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। একই চিত্র দেখা গেছে রেলস্টেশনে। দিল্লিগামী ১১টি ট্রেন বিলম্বিত হচ্ছে।

 

বৃহস্পতিবারের চিত্র একই রকম ছিল। ওই দিন দিল্লি বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় ১৩৪টি ফ্লাইট বিলম্ব হয়েছে। এদের মধ্যে ৬০টির মতো আন্তর্জাতিক ফ্লাইটের ওঠানামা প্রভাবিত হয়েছে। দিল্লি রেলস্টেশনে ২২টি ট্রেন বিলম্বিত হয়েছে। ফলে প্রচণ্ড ঠান্ডার মধ্যে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে।

 

তবে শুক্রবার দিল্লিতি বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী দিল্লির বায়ুর মান ৩৫৬ রেকর্ড করা হয়েছে। আজ সামান্য উন্নতি হলেও আগামী দুদিন দিল্লির বাতাসের গুণমান খুব খারাপই থাকছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর