ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৩৮১

এমপি কাজী শহীদ কুয়েতে গ্রেফতার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫২ ৭ জুন ২০২০  

বাংলাদেশ সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতে গ্রেফতার হয়েছেন। গতকাল রাতে তিনি গ্রেফতার হন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবুল কালাম এ তথ্য দিয়েছেন। 
শহীদ ইসলামের বিরুদ্ধে কুয়েতে আদম ব্যবসায় অনিয়ম এবং হাজার কোটি টাকার কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে অর্থ ও মানবপাচার এবং ভিসা জালিয়াতির অভিযোগে কুয়েতে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় মোট তিনজন জড়িত ছিলেন। তবে বাকি দুজন পালিয়েছিলেন। তাদের একজন শহীদ ইসলাম ছিলেন।
রাষ্ট্রদূত আবুল কালাম বলেন, পাপুলকে গ্রেফতারের বিষয়ে কুয়েতের সিআইডি বাংলাদেশ দূতাবাসকে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি। তার বিরুদ্ধে কোনো মামলা আছে –কি না খোঁজ নেয়া হচ্ছে। এ সাংসদের আটকের বিষয়টি রোববার সকালে জানতে পেরেছি আমি।