ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
২৯৬

ওমিক্রন দিয়ে বিদায় নেবে করোনা!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৪ ১৪ জানুয়ারি ২০২২  

বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। করোনার নতুন এ ধরণটির লক্ষণ খুবই হালকা। এর উপসর্গ অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো। ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে খুব কম সংখ্যক মানুষকে। অধিকাংশই বাড়িতে এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে যাচ্ছেন।

 

পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ মোকাবেলা করতে করতে মানুষের মধ্যে রোগ-প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। তারা আরও বলেন, সার্স-কোভ-2তে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রাকৃতিকভাবেই অনাক্রম্যতা তৈরি হয়েছে। এছাড়া ইতোমধ্যে অনেক গবেষণায় দেখা গেছে, ওমিক্রন মানবদেহে ‘প্রাকৃতিক ভ্যাকসিন’ হিসেবে কাজ করছে। 

 

ভারতীয় প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। রিডিং বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞ ইয়ান জোনাস বলেন,  ওমিক্রন সুস্থ মানুষের ক্ষেত্রে ঝুঁকির নয়। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 

 

সাধারণত ওমিক্রন শ্বাসযন্ত্রের ওপর আঘাত করছে না। তাই চিকিৎসকরা মনে করেন, এটি অতি আগ্রাসী ধরন হলেও মানুষকে কাবু করতে পারবে না। তারা বলছেন, ওমিক্রনের পর আর কোনও ভ্যারিয়েন্ট না এলে হয়তো সাধারণ রোগের মতো কোভিড থেকে যাবে। মানুষ স্বয়ংক্রিভাবে এর মোকাবিলা করতে পারবে।

 

দক্ষিণ আফ্রিকার একটি গবেষণাতেও এ আভাস মিলেছে। তাতে বলা হয়, সম্ভবত ওমিক্রনের হাত ধরে বিদায় নেবে করোনা। মহামারির অবসান ঘটবে। সংক্রমণ আর না বাড়লে কমবে মৃত্যুহারও। 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর