ঢাকা, ০৭ জুলাই সোমবার, ২০২৫ || ২২ আষাঢ় ১৪৩২
good-food
৬৮২

করোনা: কুমিল্লায় শিশু পার্ক ও নগর উদ্যান বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৪ ১৭ মার্চ ২০২০  

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী কুমিল্লায় অনিদির্ষ্টকালের জন্য শিশু পার্ক ও নগর উদ্যান (ধর্মসাগরপাড়) বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর নির্দেশে এসব স্থানের মূল ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এদিকে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কুমিল্লা নগরী অন্যান্য সরকারি, বেসরকারি পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জনসমাগম এড়াতে কুমিল্লা নগরীর ঈদগাহ মাঠের ফটকেও তালা দিয়ে রাখা হয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাস যাতে না ছড়ায় সেজন্য জনসমাগম হয় এমন জায়গাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। তবে প্রকোপ কমলে এসব স্থানগুলো পুনরায় খুলে দেওয়া হবে।

পরিবেশ বিভাগের পাঠকপ্রিয় খবর