ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
২৪০

করোনা টিকা নেয়ার আগে ও পরে ধূমপান করা উচিত?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:১১ ৫ জুলাই ২০২১  

করোনা টিকা দেওয়ার আগে ও পরে যেন ধূমপান করা না হয়, সে বিষয়ে সম্প্রতি বিশ্বের কয়েকজন চিকিৎিসক উপদেশ দিয়েছেন। এতে করে যারা নিয়মিত ধূমপান করেন করোনার প্রতিষেধক কাজে দেবে কি-না, এ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)  থেকে বারবার সতর্ক করা হয়েছে, যারা ধূমপান করেন, তাদের ক্ষেত্রে করোনা ভয়াবহ হতে পারে। তাই যারা ধূমপান করেন, তাদের আগে করোনা টিকা দেওয়ার প্রতিও জোর দেওয়া হয়েছে।


নিয়মিত ধূমপান করলে ফুসফুস অনেকটাই দুর্বল হয়ে যায়। করোনা হলে যেহেতু শ্বাসকষ্ট ফুসফুসের সমস্যা দেখা দেওয়ার বেশি সম্ভবনা রয়েছে, তাই যাদের আগে থেকেই ফুসফুসের সমস্যা; তাদের সমস্যা বেশি হতে পারে। এ কারণেই দ্রুত টিকা নেওয়ার উপদেশ দেওয়া হয়।


ধূমপান প্রতিষেধকের ক্ষমতা কতটা কম করে দিতে পারে, সেটা বুঝতে গেলে জানা প্রয়োজন প্রতিষেধক কী করে কাজ করে। মৃত ভাইরাস থেকে তৈরি হয় প্রতিষেধক, যা শরীরে গেলে রোগ প্রতিরোধক্ষমতার সঙ্গে লড়াই করা শুরু করে। 


যে ক্ষমতাটা তৈরি হয়ে থাকল, সেটাই পরবর্তীকালে আসল ভাইরাস শরীরে প্রবেশ করলে আরো দ্রুত কাজ শুরু করে দিতে পারে। তাই রোগে আক্রান্ত হলেও তার প্রভাব অনেকটাই কম হবে টিকা দেওয়া হলে।


যারা নিয়মিত স্বাস্থ্যকর খাবার খান, বেশি করে পানি পান করেন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমান তাদের রোগ প্রতিরোধক্ষমতা বেশি। কিন্তু যারা ধূমপান বা মদ্যপান করেন, তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার গতি অন্যদের তুলনায় কম হতে পারে। 


তাই সতর্ক থাকার জন্য বহু চিকিৎসক পরামর্শ দিচ্ছেন, টিকা নেওয়ার কয়েকদিন আগে এবং পরে ধূমপান না করতে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর