ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
২২৪

করোনা থেকে বাঁচতে অবশ্যই খান এই ৫ খাবার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫১ ২১ অক্টোবর ২০২১  

দুনিয়াজুড়ে চলছে এখন করোনা আতঙ্ক। সবাই কতকিছুই না করছে এই আতঙ্ক থেকে বাঁচার জন্য। আর যারা এখনো দূরে আছেন এই ভাইরাস থেকে তারা চেষ্টা করছেন, যেন তাদের ছুতে না পারে। তবে এখন গবেষণায় জানা গেছে, এমন কিছু খাবার রয়েছে যা নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ও এই ভাইরাস থেকে সহজেই দূরে থাকা যাবে।

 

১। পানি
পানির কোনো বিকল্প নেই। অসুস্থ অবস্থায় আমাদের শরীর বেশি শুষ্কতার প্রবণতা দেখায়। তাই ঠান্ডাজনিত সমস্যায় অন্তত আট গ্লাস পানি তো বটেই প্রয়োজনে আরেকটু বেশি পান করুন।

 

২।টক দই
টক দই এ প্রোবায়োটিক উপাদান থাকে যা ঠান্ডা লাগার সম্ভাবনা কমায়।

 

৩।ডার্ক চকলেট
এই চকলেটে প্রচুর পরিমানে থ্রিওব্রোমাইন রয়েছে,যা সহজেই ঠান্ডা দূর করে ও কফ জমতে দেয় না।

 

৪।ব্রকোলি
ব্রকোলি সহ যেসব করাই ক্রুসিফেরাস শাকসবজি আছে রা প্রত্যেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

 

৫।গ্রীন টি
গ্রীন টি অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ যা শরীরে ঠান্ডা লাগার ধাজ কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর