ঢাকা, ২১ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ৬ কার্তিক ১৪৩২
good-food
৭০৭

করোনা ফাইটার অধ্যাপক ফ্লোরা অসুস্থ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৬ ১৯ মার্চ ২০২০  

করোনা ফাইটার’ হিসেবে পরিচিত স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অসুস্থ হয়ে পড়েছেন।

একটি সূত্র জানায়, তার রক্তচাপ পড়ে গেছে। এ কারণে বৃহস্পতিবার  দুপুর ১২টার নিয়মিত ব্রিফিংয়ে তিনি আসতে পারেননি। তিনি তার অফিসে বিশ্রামে আছেন বলে জানা গেছে।

এদিকে করোনা আক্রান্ত হয়ে মৃত দেশে প্রথম রোগীর ডাক্তারও এখন অসুস্থ্য হয় পড়েছেন। এই চিকিৎসক নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন।

 নির্ভরযোগ্য সূত্র জানায়, গত বুধবার করোনা আক্রান্ত  চিকিৎসাধীন অবস্থায় একজন  মারা যান। তিনি সত্তরোদ্ধ একজন বয়স্ক মানুষ। 
খোঁজ নিয়ে জানা গেছে, রোগীর বড় মেয়ে কিছুদিন আগে ইতালি থেকে দেশে ফিরে আসেন। মেয়ের সংস্পর্শে বাবা করোনা আক্রান্ত হলে বাসার কাছে পরিচিত চিকিৎসককে দেখাতে যান। পরে তাকে আইসোলেশনে নেয়া হলে মারা যান। 

সূত্র জানায়, রোগী যে ডাক্তারের শরাপন্ন হয়েছিলেন তিনিও ঢাকা মেডিকেল কলেজের একজন অবসরপ্রাপ্ত চিকিৎসক। রোগী মারা যাবার পরদিনই উক্ত ডাক্তারের শরীরে করোনার লক্ষণ দেখা দেয়।

তিনি বর্তমানে অসুস্থ। রাজধানীতে নিজ বাসায়  তিনি এখন হোম কোয়ারেন্টাইনে আছেন বলে সূত্রটি নিশ্চিত করেছে। 

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর