ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৩০৬

করোনার খাওয়ার ওষুধ বাজারে, দাম ৭০ টাকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০৫ ১০ নভেম্বর ২০২১  

করোনার মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’ দেশের বাজারে পাওয়া যাচ্ছে। শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা এটি বাজারে এনেছে। এর জেনেরিক সংস্করণের নাম ‘এমোরিভির’। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন বেক্সিমকো ফার্মার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রাব্বুর রেজা। 

 

তিনি বলেন, প্রতিটি ওরাল পিলের বাজার মূল্য ধরা হয়েছে ৭০ টাকা। চিকিৎসকের পরামর্শে ১৮ বছরের বেশি বয়সী করোনা আক্রান্ত রোগীকে ৪০টি পিল খেতে হবে। যার বাজার মূল্য হচ্ছে ২ হাজার ৮০০ টাকা। 

 

এর আগে ৮ নভেম্বর দেশে মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদফতর। প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দাবি, এটি করোনার বংশবিস্তার দমন করতে সক্ষম। একইসঙ্গে এতে আক্রান্ত রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ কমানোর সক্ষমতা রয়েছে।

 

রাব্বুর রেজা বলেন, রাজধানীর ১৫০টি ফার্মেসিতে আমরা এ ওষুধ পাঠিয়েছি। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগে সেগুলো পাঠানো হবে। তবে করোনা আক্রান্তের পরিসংখ্যান দেখে বিভিন্ন জায়গায় ওষুধ পাঠানো হবে। যেসব এলাকার মানুষ এখন বেশি করোনায় আক্রান্ত হচ্ছে, সেসব এলাকায় এ ওষুধ পাঠানো হবে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর