ঢাকা, ১৫ আগস্ট শুক্রবার, ২০২৫ || ৩১ শ্রাবণ ১৪৩২
good-food
৭৫৮

করোনায় আক্রান্ত মন্ত্রিপরিষদ সচিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:২৮ ৩১ জানুয়ারি ২০২২  

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। করোনা শনাক্তের পর নিজ বাসাতেই আইসোলেশনে আছেন তিনি।

 

সোমবার মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (পিএস) মাহমুদ ইবনে কাসেম এ তথ্য জানিয়েছেন।

 

ইবনে কাসেম জানান, গত বুধবার স্যারের (মন্ত্রিপরিষদ সচিব) করোনা শনাক্ত হয়েছে। স্যার (মন্ত্রিপরিষদ সচিব) বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

আনোয়ারুল ইসলাম ছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগের মোট ৬৩ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান কাসেম।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর