ঢাকা, ০১ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১৭ বৈশাখ ১৪৩২
good-food
১১৬৫

করোনায় এক দিনে ১২ জনের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৪ ৪ জুলাই ২০২২  

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ২৮৫ জনের।  

 সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১৭৪ জন। আর মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জনে।

২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮২৮টি নমুনা সংগ্রহ করা হয়। 

উল্লেখ্য, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর