ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৪৪৫

কুমিরের মুখ থেকে কুকুরছানা বের করলেন তিনি (ভিডিও)

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৪ ২৪ নভেম্বর ২০২০  

কুমিরের মুখের ভেতর থেকে নিজের পোষা কুকুরছানাকে টেনেহিঁচড়ে বের করলেন ৭৪ বছর বয়সী মালিক। এরই মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে তা ব্যাপক সাড়া ফেলেছে।

 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘটনাটি ঘটে। ওই মালিকের নাম রিচার্ড উইলব্যাংকস। তার বাড়ির পেছনে রয়েছে পুল। সেখানে বসবাস করে কয়েকটি কুমির। সেখানকারই একটি ৩ মাসের কুকুরছানাকে শিকার করে। পরে তার মুখ থেকে সেটি টেনেহিঁচড়ে বের করেন তিনি।   

 

ওই পুলের পাশের রাস্তায় লাগানো ক্যামেরায় সেই লোমহর্ষক ঘটনা ধরা পড়েছে। রিচার্ড বলেন, পোষ্য নিয়ে সেদিন আমি হাঁটতে বেরিয়েছিলাম। পুলের পাশ দিয়ে যাচ্ছিলাম। এসময় হঠাৎ পানি থেকে মিসাইলের গতিতে উঠে এসে কুকুরছানাকে নিয়ে যায় কুমিরটি। পরে সেটিকে মুখের ভেতর ঢুকিয়ে ফেলে প্রাণিটি। 

 

ভিডিওতে দেখা যায়, তৎক্ষণাৎ পুলে ঝাঁপ দেন রিচার্ড। কুমিরটিকে পানি থেকে তীরে তুলে আনেন তিনি। দীর্ঘক্ষণ সেটির মুখ খুলে ধরে রাখেন। ফলে ধীরে ধীরে তার মুখের ভেতর থেকে বের হয়ে আসে কুকুরছানাটি। 

 

এর নাম গানার। এটি স্প্যানিয়েল প্রজাতির কুকুর। রিচার্ড বলেন, কুমিরের মুখ অসম্ভভ শক্ত। প্রাণিটির শক্তিও বেশি। 

 

এ ঘটনায় কুকুরছানাটির পেছনের পায়ে আঘাত পেয়েছে। তার মালিকের হাতে ক্ষত তৈরি হয়েছে। তবে প্রাণে বেঁচে গেছে দুজনেই।