ঢাকা, ১১ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

কেমন আছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন সোনিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৩ ১০ ডিসেম্বর ২০২৫  

জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করা অভিনেত্রী সোনিয়া মঙ্গলবার দেখা করেন তার সঙ্গে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ তথ্য জানান তিনি।


ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ইংল্যান্ডের কর্মব্যস্ত জীবন যাপনের কারণে অনেক দিন ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে দেখা করতে যাওয়া হয়নি। যোগাযোগ সবসময় আছে। কোরবানির ঈদের পরে আজ উনাকে দেখতে গিয়েছিলাম। উনার চলমান চিকিৎসায় কিছু দিনের বিরতি ছিল। আগামী সপ্তাহে আবার চিকিৎসা শুরু হবে। ভাইয়া আমার সঙ্গে কথা বলেছেন বেশ কিছু সময়। উনার পরিবারের সঙ্গে ভালো কিছু সময় কাটালাম। ডাক্তারের পরামর্শ ছাড়া উনার পরবর্তী পদক্ষেপ কী হবে বলা যাচ্ছে না। তবে বাংলাদেশে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপাতত।”


ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে মেয়ে, জামাই, নাতি-নাতনি ও স্ত্রীকে নিয়ে ভালো আছেন বলে জানান সোনিয়া। তিনি অপপ্রচার না করে অভিনেতার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধও জানান।


উল্লেখ্য, 'ভয়ংকর ৭ দিন', 'বিদ্রোহী কন্যা', 'বডিগার্ড', 'শেষ রক্ষা' সহ অনেক সিনেমায় তাদের দুজনকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর