ঢাকা, ১০ মে শুক্রবার, ২০২৪ || ২৬ বৈশাখ ১৪৩১
good-food
২৩১

গাজা অবরোধ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরাইল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩১ ১১ অক্টোবর ২০২৩  

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার জরুরি বৈঠকে স্বীকার করেছেন যে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরোধ সৃষ্টি করে ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

 

বৈঠকে ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, গাজা উপত্যকার ওপর ইসরাইলের চলমান হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে ব্রাসেলস। পাশাপাশি ধারণা করা হচ্ছে- চলমান এই সংকটের মধ্যদিয়ে একটি ইতিবাচক পরিবর্তনের উদ্দীপনা আসবে। তিনি আরো বলেন, ফিলিস্তিন-ইসরাইল সংকটের বিষয়ে নতুন করে আলাপ-আলোচনা শুরুর সুযোগ করে দেবে এটি।

 

ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক থেকে বলা হয়েছে, ব্যাপকভাবে বোমা ও বিমান হামলা চালিয়ে গাজার প্রতিরোধ যোদ্ধাদের কর্মকাণ্ড থামিয়ে দেয়া যাবে না যারা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আকাশ ও স্থলপথে ইসরাইলে ঢুকে পড়েছে।

 

এর আগে জাতিসংঘ বলেছে, গাজার বিপুল সংখ্যক মানুষের জন্য পানি, বিদ্যুৎ ও খাদ্য বন্ধ করে দিয়ে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর