ঢাকা, ০৮ অক্টোবর বুধবার, ২০২৫ || ২২ আশ্বিন ১৪৩২
good-food
২৩০

গাড়ি দুর্ঘটনার শিকার জেলেনস্কি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫০ ১৫ সেপ্টেম্বর ২০২২  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। তাকে বহনকারী গাড়ির সঙ্গে ব্যক্তিগত অপর একটি কারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তবে জেলেনস্কির আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন তার মুখপাত্র সের্গি নিকিফোরভ।

 

বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে তিনি বলেন, কিয়েভে একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে প্রেসিডেন্টকে বহনকারী এবং তার এসকর্ট গাড়ির সংঘর্ষ হয়। প্রেসিডেন্টের সঙ্গে থাকা চিকিৎসক দল ব্যক্তিগত গাড়ির চালককে জরুরি চিকিৎসা দিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়। 

 

দুর্ঘটনার পর জেলেনস্কির শারিরীক পরীক্ষা করা হয়। তিনি তেমন কোনো আঘাত পাননি। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ঘটনা খতিয়ে দেখছে।

 

দুর্ঘটনার কবল থেকে ফেরার পর পরই প্রেসিডেন্টের নৈশকালীন ভাষণ প্রচার করা হয়।  এতে জেলেনস্কি জানান, তিনি কেবলই খারকিভ থেকে ফিরেছেন। প্রায় পুরো অঞ্চলটি রুশ সৈন্যদের কবল থেকে পুনরুদ্ধার করা হয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর