ঢাকা, ১২ মে সোমবার, ২০২৫ || ২৮ বৈশাখ ১৪৩২
good-food
৪২০

চাঁদপুরের পুলিশ সুপার করোনায় আক্রান্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৪ ৩০ জুন ২০২০  

চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশের এই কর্মকর্তা করোনা সংক্রমণরোধে জনসচেতনতাসহ বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

সিভিল সার্জন জানান, দুইদিন আগে পুলিশ সুপার তার নমুনা দেন। সোমবার রাতে ঢাকা থেকে জানানো হয়েছে তিনি করোনা পজিটিভ। মঙ্গলবার দুপুরে তিনি ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসার জন্য রওনা হয়েছেন।

উল্লেখ্য, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম ২০ তম বিসিএস (পুলিশ) ক্যাডার পেয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর