ঢাকা, ১৮ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
good-food
৩৫৮

চিকেন পকোড়া খেলে মিলবে মাসে লাখ টাকা বেতন, আবেদন করেছেন কি?

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৫৫ ২৮ অক্টোবর ২০২১  

চিকেন ভালোবাসেনা পৃথিবীতে এমন মানুষের সংখ্যা খুবই কম। আর তা যদি হয় পকোড়া, কাটলেট, রোস্ট, গ্রিলের মতো সুস্বাদু মুখরোচক পদ তাহলে তো আর কথাই নেই। সম্প্রতি ব্রিটেনের এক খাবার প্রস্তুতকারক সংস্থা এনেছে এক দুর্দান্ত অফার। যেখানে বলা হয় চিকেন পকোড়া খেলে মিলবে মাসিক ১ লক্ষ টাকা বেতন।

 

 শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই এক ফুড টেস্টের জন্য শূন্যপদে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত করেছে বার্ডস আই নামক ওই সংস্থা। যারা মূলত চিকেন ডিপার প্রস্তুত করে। চিকেনের নানান পদ চেখে দেখার জন্যই এই নিয়োগ।

 

জেনে নিন এই পদে আবেদনকারীর কাজ ও যোগ্যতা-

১. সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞাপনে লেখা তারা মূলত এমন ব্যক্তিদের সন্ধানে আছেন যাদের খাবার চেখে দেখার এবং খাবারের গুণমান বিচার করার বিশেষ দক্ষতা আছে।

২. কারণ পদে যোগ্য ব্যক্তিকে সংস্থার তৈরি করা বিভিন্ন খাবার খেতে হবে। সেখানে কোনোরকম খামতি আছে কিনা বলতে হবে।

৩. খাবারের গুণমান বিচার করতে হবে। এমনকি খাবারে আর কী কী উপকরণ দিলে আরো সুস্বাদু হবে তা বলতে হবে সংস্থাকে।

 

চাকরির জন্য আবেদন যেভাবে করবেন-

১. বার্ডস আই সংস্থার লিখিত বিবৃতি অনুযায়ী প্রথমে তাঁদের অফিসিয়াল ইমেল আইডি [email protected] -তে আবেদনকারীরা ২৫০ টি শব্দের মধ্যে নিজেদের সম্পর্কে লিখতে জমা করতে হবে।

২. এছাড়াও https://www.birdseye.co.uk/ এই লিঙ্কে গিয়ে আবেদন করা যাবে।

আবেদনকারীদের মধ্যে যোগ্য কিছু নির্দিষ্ট ব্যক্তিরা ইন্টারভিউ দেওয়ার জন্য ডাক পাবেন। আর ইন্টারভিউ পাশ করলেই কেল্লাফতে। খেতে খেতেই মাসে মিলবে ১ লক্ষ টাকা বেতন।