ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৫৪২

ছেলের কোলে চড়ে ভোট দিলেন ৯৫ বছরের মা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৬ ২০ অক্টোবর ২০২০  

বয়সের ভারে ক্লান্ত শাহ বানু। দীর্ঘদিন ধরে বিছানাগত। ছেলে-মেয়ের সহযোগিতায় সেখানেই খাওয়া-দাওয়া। তাতে কী? ভোট তো দিতে হবে।

 

বয়স হয়ে গেছে ৯৫ বছর। আচরণ করেন শিশুর মতো। কিন্তু বড় মানুষি যায়নি। সদ্য ভোট দেয়ার জন্য ছেলের কাছে ধরলেন বায়না। মায়ের আবদার ফেলতে পারেননি সামসু তালুকদার। অগত্যা কোলে করে মাকে ভোটকেন্দ্রে নিয়ে এসেছেন তিনি।

 

বলা হচ্ছে, বাগেরহাটের শরণখোলার চাল রায়েন্দা গ্রামের মৃত আমজেদ তালুকদারের স্ত্রীর কথা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি।

 

ভোট দেয়া শেষে শাহ বানু বলেন, বাবা বয়স হইছে, যেকোনো সময় আল্লাহ নিয়া যাইবো। আর কখনো ভোট দিতে পারব কি-না জানি না। তাই ভোট দিতে আইলাম।

 

সামসু তালুকদার বলেন, দীর্ঘদিন মা খুব অসুস্থ। বিছানা থেকে উঠতে পারেন না। নির্বাচনের কথা শুনেই ভোট দিতে যাওয়ার জন্য বায়না শুরু করলেন। অনেক বোঝানো সত্ত্বেও তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। শেষ পর্যন্ত কোলে করে নিয়ে ভোট দেয়াতে কেন্দ্রে নিয়ে এসেছি। তা দিয়ে মা খুব খুশি। আল্লাহর কাছে দোয়া করি, উনি যেন আরও কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেন।

 

সকাল ৯টায় শরণখোলা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকাল ৫টা পর্যন্ত। রাতেই ফলাফল দেয়া হবে। এ নিয়ে উৎসুক ভোটারদের মাঝে ভোটের আমেজ বিরাজ করছে।