ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৩৫১

জলদস্যুরা এক চোখে কালো ফেট্টি বাঁধত কেন?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০৩ ২০ সেপ্টেম্বর ২০২১  

জলদস্যু বলতেই চোখে ভেসে ওঠে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর কথা। বিখ্যাত হলিউড সিনেমা 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' ছবিটি হয়ত অনেকেই দেখেছেন। সেখানে ক্যাপ্টেনকে দেখা গিয়েছিল ত্রিকোণ টুপি পরা, বড় বড় চুল, এক চোখে কালো ফেট্টি বাঁধা। অবশ্য জলদস্যুর কথা ভাবলে এই চিত্রটাই আমাদের চোখে ভেসে ওঠে তাই না? 

 

ষোড়শ বা সপ্তদশ শতকের জলদস্যুদের হয়ত এ রকমই চেহারা ছিল। গল্পের বই, সিনেমা, ছবিতেও আমরা তাঁদের এই লুকই দেখেছি। তবে আদৌ কি জলদস্যুরা চোখে কালো ফেট্টি বাঁধত? না কি এটা শুধুই কল্পনা? আর যদি বাঁধতই, তাহলে কেন বাঁধত? এই প্রশ্ন কোনও না কোনও দিন আপনার মনে এসেছেই। তাহলে এর ব্যাখ্যা জানুন

 

ধরুন, আপনি রোদে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছেন। এরপর হঠাত্‍ যদি অন্ধকার ঘরে আপনাকে নিয়ে যাওয়া হয়, তখন দেখবেন কিছু দেখতে পাচ্ছেন না। চোখ ধাঁধিয়ে যায়। অন্ধকারে থাকা কোনও জিনিস ঠাওর করতে পারছেন না। আসলে তখন চোখকে অন্ধকারের সঙ্গে সইয়ে নিতে কিছুক্ষণ সময় লাগে। কিন্তু অন্ধকার থেকে আলোতে এলে তার ঠিক উল্টোটা হয়। দ্রুত আলোকে মানিয়ে নিতে পারে চোখ।

 

জাহাজের ডেকের দায়িত্ব যাঁরা থাকতেন, তারাই মূলত এক চোখে ফেট্টি বাঁধতেন। কারণ আপত্‍কালীন পরিস্থিতি সামলানোর জন্য তাঁদের ডেকের ভিতরে যেতে হত। ডেকের ভিতর থাকত অন্ধকার। তাই কোনও জিনিস দেখতে যাতে অসুবিধা না হয়, চোখ যাতে সহজেই অন্ধকারকে মানিয়ে নিতে পারে, তাই একটা চোখে ফেট্টি বেঁধে রাখত তাঁরা। তাহলে বুঝতে পারলেন তো, কেন জলদস্যুরা এক চোখে ফেট্টি বাঁধত!

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর