ঢাকা, ০৭ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ২২ আশ্বিন ১৪৩২
good-food
৬৪০

জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদ পেতে যাচ্ছে ফিলিস্তিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪৮ ১১ মে ২০২৪  

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য করার পক্ষে সাধারণ পরিষদে যে প্রস্তাব পাস হয়েছে, তাকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। শুক্রবার রাতে সাধারণ পরিষদের ভোটাভুটিতে বিশ্বের ১৯৪ টি সদস্য দেশের মধ্যে ১৪৩ টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

 

জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্য দেশগুলো ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেয়ার জন্য নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছে। আরব গ্রুপের পক্ষে সংযুক্ত আরব আমিরাত এই প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে আমেরিকা-ইসরাইলসহ ৯টি দেশ। ২৫টি দেশ ভোটদানের বিরত ছিল। 

 

হামাস এই প্রস্তাব পাসের প্রশংসা করে বলেছে, “জাতিসংঘ সাধারণ পরিষদের এই পদক্ষেপ ফিলিস্তিনিদের অধিকার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। প্রস্তাবের পক্ষে বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ ভোটের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সমর্থনের বিষয়টি নিশ্চিত হলো।”

 

বিবৃতিতে বলা হয়েছে, "আমরা এই প্রস্তাবকে আমাদের ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার পাওয়ার প্রয়োজনীয়তার স্বীকৃতি বলে বিবেচনা করি। এর মধ্যদিয়ে আমাদের জনগণের জন্য আন্তর্জাতিক সমর্থনের বিষয়টি নিশ্চিত হয়েছে।"

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর