ঢাকা, ১৬ মে শুক্রবার, ২০২৫ || ২ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
১২৩৭

জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ‘বৈপ্লবিক’: ফখরুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৬ ১৭ ডিসেম্বর ২০১৮  

জাতীয় ঐক্যফ্রন্টের ১৪ প্রতিশ্রুতির ইশতেহার সাম্প্রতিককালের ‘বৈপ্লবিক ইশতেহার’। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর হোটেল পূর্বাণীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার পাঠ শেষে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ইশতেহারে জনগণের মৌলিক দাবি-দাওয়া উঠে এসেছে। মানুষের আশা-আকাঙ্ক্ষাগুলো প্রতিফলন ঘটেছে। এটি সাম্প্রতিককালের একটি বৈপ্লবিক ইশতেহার।

তিনি বলেন, হাজারো প্রতিকূলতা সত্ত্বেও গণজাগরণ সৃষ্টি হয়েছে। রাষ্ট্রের মালিক জনগণ। সেই মালিকানার জন্য জেগে উঠছে তারা। জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, মানুষ তাদের অধিকারগুলো আদায় করবে। অপশক্তির লম্বা হাত গুঁড়িয়ে দেবে। স্বাধীনতার চেতনা ধ্বংসকারীদের পরাজিত করবে।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর