ঢাকা, ০৮ মে বুধবার, ২০২৪ || ২৫ বৈশাখ ১৪৩১
good-food
৩৬৬

ট্যাপ দিয়ে পানির পরিবর্তে আগুন!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৬ ১ ডিসেম্বর ২০২০  

একের পর এক অদ্ভূত ঘটনা ঘটে চলেছে চীনে। এবার দেশটির এক নাগরিকের বাড়িতে ট্যাপ দিয়ে পানির পরিবর্তে বের হচ্ছে আগুন। এরই মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

 

চীনা দৈনিক পিপলস ডেইলির প্রতিবেদনে বলা হয়, দেশটির পাঞ্জিনের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। এবারই প্রথম নয়। গেল চার বছর ধরে ওয়েন নামের ওই নারীর বাড়িতে এমনটা দেখা যাচ্ছে।

 

তবে পানির বদলে আগুনের ফুলকি বের হওয়ার নেপথ্যে কারণ রয়েছে। মাটির নীচে পানির পাইপ লাইনে প্রাকৃতিক গ্যাস অনুপ্রবেশ করেছে। ফলে অস্থায়ী ভূগর্ভস্থ পানি সরবরাহ ব্যবস্থার কারণে এ ঘটনা ঘটছে। 

 

এখন সেখানে পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এসেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার কথা জানিয়েছে তারা। তবে এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।