ঢাকা, ২৭ আগস্ট বুধবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
৮৯৬

ড. কামাল হোসেন নষ্ট রাজনীতির প্রবক্তাঃ ওবায়দুল কাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৮ ১৫ ডিসেম্বর ২০১৮  


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশে নৌকা গণজোয়ার দেখে ঐক্যফ্রন্টের নেতারা বেসামাল হয়ে পড়েছে এবং বেপরোয়া চালকের মতো ড. কামালও বেপরোয়া আচরণ শুরু করেছেন। তাদের মাথা খারাপ হয়ে গেছে আওয়ামী লীগের জনসমর্থন দ্যাখে। 

শনিববার দুপুরে নিজের নির্বাচনী এলাকা নেয়াখালীর কোম্পানীগঞ্জ যাওয়ার পথে ফেনীর দাগনভূঁঞয়ায় একটি সড়ক কাজের পরিদর্শনকালে এ কথা বলেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেন, ভাবতেও তো অবাক লাগে, কামাল হোসেন এতো নিচে নামতে পারেন। তিনি খামোশ এই পুরাতন পাকিস্তানি শব্দ ব্যবহার করতে পারেন! তিনি তার স্বরূপ ঢাকতে পারেননি। নষ্ট রাজনীতির কথা বলেন ড. কামাল হোসেন। কিন্তু এখন তিনি প্রমাণ করলেন তিনিই নষ্ট রাজনীতির প্রবক্তা।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্তর্জাতিক ভাবে খ্যাতিমান হিসেবে পরিচিত ড. কামাল হোসেন নীতি নৈতিকতার কথা বলেন কিন্তু সারাদেশে নৌকার গণজোয়ার দেখে বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা বেসামাল হয়ে পড়েছেন। বেপরোয়া চালকের মতো ড. কামাল হোসেন বেপরোয়া আচরণ শুরু করেছেন। তাদের এখন টালমাটাল অবস্থা। 

তিনি আরও বলেন, ঐক্যফ্রন্ট এখন দুর্বল হয়ে পড়েছে। তাই তাদের মুখের ভাষা তীব্র হয়ে উঠেছে। কি বলছেন নিজেই জানেন না। শক্তি কমলে মুখের বিষ উগ্র হয়। বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাদের আচার আচরণে প্রমাণ হয় তারা দুর্বল হয়ে পড়েছেন। সেজন্যই তাদের মুখের বিষ উগ্র হয়ে পড়েছে। তাদের এখন মানসিক রোগীর ডাক্তার দেখানো উচিত। 

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর