ঢাকা, ১৬ মে শুক্রবার, ২০২৫ || ১ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৭৬৫

‘ড. কামাল হোসেনের মুখে নোংরা ভাষা মানায় না’

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫০ ২৬ ডিসেম্বর ২০১৮  

ঐক্যফ্রন্টের শীর্ষ  নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের আচরণ উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এত বড় মাপের মানুষ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ। তার মুখে এরকম নোংরা ভাষা মানায় না।

বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডি সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আপনারা এরকম সন্ত্রাসী আচরণ বন্ধ করুন। দেশের মানুষ মস্তানি ও সন্ত্রাসী আচরণ ঘৃণা করে।

তিনি বলেন, এ পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে নৌকাকে কেউ হারাতে পারবে না। আমরা ১০ বছর মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি। দেশের মানুষ উন্নয়ন পেয়েছে। প্রতিটি শ্রেণি-পেশার মানুষ ভালো আছে। আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস প্রায় নির্মূল করেছি। আসছে দিনে ক্ষমতায় এলে দেশকে মাদকমুক্ত করব।

প্রধানমন্ত্রী বলেন, আমরা গত ১০ বছর দারিদ্র্যের হার কমিয়ে এনেছি। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। এক কথায় বলব, দেশের মানুষ ভালো আছে। আসছে দিনে আরও ভালো থাকতে এবং সমৃদ্ধ দেশ গড়তে নৌকায় ভোট চান তিনি।

এর আগে সর্বপ্রথম কুষ্টিয়া জনসভায় কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। কুষ্টিয়ার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর