ঢাকা, ০২ মে শুক্রবার, ২০২৫ || ১৮ বৈশাখ ১৪৩২
good-food
৬৩৬

ডেঙ্গু হয়েছিল সাকিবেরও!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৯ ১ আগস্ট ২০১৯  

বছর ছয় আগের কথা। নিউজিল্যান্ড সিরিজের মাঝপথে প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন সাকিব আল হাসান। পরে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত তিনি।

বড় কোনও সমস্যা না হলেও ডেঙ্গুর ভয়াবহতা ভালোভাবেই জেনেছেন সাকিব। বর্তমানে দেশে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে এ জ্বর। এমন পরিস্থিতিতে চার দেয়ালের মধ্যে নিজেকে আটকে রাখেননি তিনি। নেমে পড়েছেন প্রতিরোধের প্রচারণায়।

ঢাকায় ডেঙ্গুতে মৃত্যু সংবাদ নিয়মিত হয়ে পড়েছে। সেই সঙ্গে দেশের সব জেলা থেকেও আসছে। এমন দুর্যোগের মুখে তা রোধের প্রচারণা করতে বৃহস্পতিবার রাজধানীর বনানী বিদ্যানিকেতনে আসেন সাকিব। জানান এর ভয়াবহতার কথা।

বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, এ বছরের মতো কখনই ডেঙ্গু এতটা মহামারি আকার ধারণ করেনি। এবার প্রকটভাবে তা শুরু হয়েছে। অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়েছে। ঢাকা থেকে অনেকে বহন করে নিজ  জেলাতে নিয়ে যাচ্ছেন। সিরিয়াসনেসটা সবার মধ্যে থাকা দরকার। তাদের জানা দরকার, বোঝা দরকার জিনিসটা কতটা ভয়ঙ্কর।

নিজে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বলেই খুব ভালো করে জানেন এর কষ্ট। সাকিবের ভাষায়, আমার একবার ডেঙ্গু হয়েছে। তাই আমি জানি এটা কত কষ্টকর। নিজের অভিজ্ঞতা থেকে বলেন, হয়তো আমার পরিবার বা আমি আক্রান্ত নই। কিন্তু যে বা যার পরিবার আক্রান্ত তার জন্য এটা অনেক বড় কষ্টের বিষয়।

ডেঙ্গু এবার অন্যান্য বছরের মতো নয়। অনেক সময় কোনও লক্ষণই বোঝা যাচ্ছে না এর। এমনকি চিকিৎসকরা স্বয়ং ধোকা খাচ্ছেন। তাই এ থেকে মুক্ত থাকার জন্য সচেতন থাকার আহ্বান জানান সাকিব, যারা সচেতন মানুষ, চিকিৎসক থেকে শুরু করে বড় বড় পর্যায়ে আছেন, তারাও মারা গিয়েছেন। আমাদের জন্য ভয়ানক বিষয়। এ কারণেই মনে হয়, আমার মতো এরকম এসে যদি সচেতনতা তৈরি করতে পারেন; এ রোগ থেকে প্রতিকার পাওয়া সহজ হবে।

তবে শুধু জেনে বসে থাকলেই হবে না। এর সঠিক বাস্তবায়ন করতেও বলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। তিনি বলেন, শুধু শুনলাম কিন্তু বুঝলাম না বা কাজটা করলাম না, তা করলে হবে না। সবার উচিত এ সম্পর্ক সচেতনতা বাড়ানো। একইসঙ্গে যে কাজগুলো আমরাদের সচেতন মানুষ হিসেবে করা উচিত, সেটার করতে হবে।

বিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রীদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেয়ার পর মশার ওষুধ ছিটিয়ে প্রচারণার সমাপ্তি টানেন সাকিব।

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর