ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৬৭৪

বিশ্বে ২৯ তম

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ক্ষমতাধর নারী শেখ হাসিনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৯ ১৩ ডিসেম্বর ২০১৯  

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর অন্যতম শেখ হাসিনা। ক্ষমতাধর নারীর এ তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফোর্বস। এ তালিকায় ২৯তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ফোর্বস তালিকাটি প্রকাশ করে শুক্রবার।

 

ব্যক্তিগত ক্যারিয়ার, অর্থনীতি ও রাজনীতিতে প্রভাব বিস্তারের ক্ষমতা, গণমাধ্যমে পারফরম্যান্স বিবেচনা করে বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকা করে মার্কিন ওই সাময়িকী।

 

তালিকা অনুযায়ী দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ক্ষমতাধর নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ায় তারপরেই আছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারমন।

তালিকায় দেশটির প্রথম নারী অর্থমন্ত্রী সিতারমনের অবস্থান ৩৪তম।

 

শেখ হাসিনা নিউজিল্যান্ডের আলোচিত প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন (৩৮) ও ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের (৪০) চেয়েও ক্ষমতাধর নারী।

 

সাময়িকীটিতে বলা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। তিনি বর্তমানে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। গত বছর ফোর্বসের তালিকায় ২৬তম অবস্থানে ছিলেন তিনি।

 

ফোর্বসের তালিকায়ও এবারও শীর্ষে রয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল। তিনি ৯ বছর ধরে সবচেয়ে ক্ষমতাধর নারীর অবস্থানটি ধরে রেখেছেন।

 

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিশ্চিন ল্যাগার্দে, তৃতীয় অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টিটিভের স্পিকার ন্যান্সি পেলোসি, চতুর্থ অবস্থানে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লিয়েন, পঞ্চম স্থানে আছেন যুক্তরাষ্ট্রের জেনারেল মটরসের প্রধান নির্বাহী মেরি বারা, ষষ্ঠ অবস্থানে আছেন মেলিন্ডা গেটস।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও তার উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প (৪২) এবং টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের (৮১) নামও রয়েছে তালিকায়।