ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৩০৬

দুই বোনকে বাসায় পৌঁছে দিতে পুলিশকে হাইকোর্টের নির্দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩৫ ২৭ অক্টোবর ২০২০  

দুই বোন মুশফিকা মোস্তফা ও মোবাশশারা মোস্তফাকে পুলিশ প্রহরায় তাদের গুলশান-২ বাড়িতে প্রবেশের ব্যবস্থা করার জন্য গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছে হাইকোর্ট। সোমবার রাত ৭টা ১৫ মিনিটে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার  ও বিচারপতি  আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
গত ২৫শে অক্টোবর গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে হাইকোর্ট বেঞ্চ আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মুশফিকা মোস্তফা ও মোবাশশারা মোস্তফাকে পুলিশ প্রহরায় অনতিবিলম্বে তাদের গুলশান ২ নম্বরে ৯৫ নম্বর রোডের ৪ নম্বর হোল্ডিং এর বাড়িতে প্রবেশের ব্যবস্থা করতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, গুলশান ২ নম্বরের ৯৫ নম্বর রোডে অবস্থিত একটি বিলাসবহুল তিনতলা বাড়ির মালিক তাদের বাবা মোস্তফা জগলুল ওয়াহিদ। ১০ অক্টোবর ওয়াহিদ মারা যান। এরপর শত কোটি টাকার এ সম্পত্তি নিজের বলে দাবি করছেন অনজু কাপুর নামের এক নারী। তিনি নিজেকে ওয়াহিদের স্ত্রী বলে দাবি করেন। ওয়াহিদের দুই মেয়েকে ওই বাড়িতে ঢুকতে দেয়া হয়নি। উল্লেখ্য, দুজনই গায়ক ফেরদৌস ওয়াহিদের ভাতিজি।