ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৩২৭

দেশে করোনার ওষুধের অনুমোদন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫৫ ৯ নভেম্বর ২০২১  

করোনা প্রতিরোধে বাংলাদেশে মলনুপিরাভির- ট্যাবলেট জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। মঙ্গলবার (৯ নভেম্বর) চ্যানেল টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক। 

 

করোনা প্রতিরোধে মলনুপিরাভির এখন পর্যন্ত উদ্ভাবিত একমাত্র মুখে খাওয়ার ওষুধ। এতোদিন ভ্যাকসিনই ছিল করোনার একমাত্র প্রতিষেধক। যুক্তরাজ্য সরকার প্রথম মলনুপিরাভির অনুমোদন দেয়। 

 

ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মোঃ আলতাফ হোসেন জানান, এখন থেকে দেশেও ওষুধটির ব্যবহার এবং উৎপাদন করা যাবে। 

 

প্রাথমিকভাবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ওষুধটি উৎপাদনের অনুমতি পেয়েছে। স্কয়ার, রেনেটা, এসকেইফসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান অনুমোদনের অপেক্ষায় রয়েছে। 

 

জানা গেছে, এখন পর্যন্ত তিনটি মেডিকেল ট্রায়াল পার করেছে মলনুপিরাভির। প্রতিটি ট্রায়ালেই রোগীদের শারীরিক অবস্থার লক্ষণীয় উন্নতি দেখা গেছে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর