ঢাকা, ১৬ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১ পৌষ ১৪৩২
good-food
৬২৮

নিজের পৌনে ৩ কোটি টাকার গাড়ি পুড়িয়ে কোপ্তা খেলেন তিনি!(ভিডিও)

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৪ ২৮ অক্টোবর ২০২০  

ঘটনাটি রীতিমতো অবাক করা! নিজের দামি গাড়ি পুড়িয়ে লাখো দর্শককে হতবাক করলেন একজন ইউটিউবার!

 

সম্প্রতি এমনই ঘটনা ঘটিয়েছেন রাশিয়ান ব্লগার মিখাইল লিটভিন। নিজের মার্সিডিজ গাড়িটি আগুনে পুড়িয়েছেন তিনি। গাড়িটি নিয়ে নানা সমস্যায় অতিষ্ঠ হয়েই এমন বিরল উদাহরণ সৃষ্টি করেন মিখাইল। 

 

মোটর ২৪ ডটকম জানাচ্ছে, গাড়ির সমস্যায় বিরক্ত হয়েই একটি খালি মাঠের মাঝখানে তার বিলাসবহুল গাড়িটিতে আগুন ধরিয়ে দেন মিখাইল।

 

মার্সেডিজটির মডেল এএমজি জিটি ৬৩ এস, দাম ২.৭৫ কোটি টাকারও ওপরে। অফিসিয়াল ডিলারশিপ থেকে কেনার পর থেকেই গাড়িটি বেশ কয়েকবার ভেঙে পড়েছে বলে জানা গেছে। 

 

ইউটিউবার মিখাইল পাঁচবার মার্সিডিজ ডিলারের কাছে ফেরত পাঠিয়েছিলেন গাড়িটি - তবে কোন মেরামত কোনও কাজে দেয়নি। সব মিলিয়ে গাড়িটি মেরামতের জন্য ৪০ দিনেরও বেশি সময় ব্যয় হয়েছিল।  

 

গাড়িটিতে শেষবার মেরামতের প্রয়োজন পড়লে, গাড়িটির বিক্রেতারা তার ফোনের উত্তর দেওয়া বন্ধ করে দেন। এরপরেই গাড়িটি গ্যাসোলিনে পুড়িয়ে রাগ ঝাড়ার সিদ্ধান্ত নেন মিখাইল। সেই ভিডিও আপলোডও করেন ইউটিউবে।

 

ভিডিওতে দেখা যায়, গাড়িটি যখন পুড়ছিল তখন তিনি মাংসের কোপ্তা খাচ্ছিলেন।

 

বলা বাহুল্য, দামি গাড়ি পোড়ানোর ভিডিও ভালোরকমের সাড়াই ফেলেছে ইউটিউবে। এরই মধ্যে ১১ মিলিয়ন ভিউ পেয়েছে ভিডিওটি। 

 

অনেকেই ভিডিওটির নিচে কমেন্ট করেছেন, যে পরিমাণ এড আসছে তাতে আরো দুইটি মার্সিডিজ কেনা যাবে। অনেকে এও বলেছেন, আমেরিকান ভ্লগাররা আইফোন পোড়ায়, আর রাশিয়ানরা পোড়ায় মার্সিডিজ!

 

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর