ঢাকা, ০১ নভেম্বর শনিবার, ২০২৫ || ১৭ কার্তিক ১৪৩২
good-food
৬৬১

নির্জন কনডেম সেলে মিন্নি একা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩৪ ১ অক্টোবর ২০২০  

ফাঁসির দণ্ডপ্রাপ্তদের কনডেম সেলে রাখার নিয়ম। সেই নিয়ম অনুসারে কনডেম সেলে বাসিন্দা হলেন বরগুনা রিফাত হত্যা মামলার আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি। বর্তমানে দেশে ৪৯ জন নারী ফাঁসির দণ্ড নিয়ে কনডেম সেলে আসেন। তবে বরগুনা জেলে মিন্নি একাই কনডেম জেলের বাসিন্দা।

বুধবার রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণার পর মিন্নিকে বরগুনা কারাগারে নিয়ে যাওয়া হয়। এই কারাগারে একমাত্র নারী ফাঁসির আসামি হওয়ায় তিনি একাই কনডেম সেলের বাসিন্দা।
 
বরগুনা কারাগারের সুপার মো. আনোয়ার হোসেন বলেন, ফাঁসির আসামি  মিন্নিকে কনডেম সেলে রাখা হয়েছে।


 
তিনি জানান, এই মুহূর্তে বরগুনার কারাগারে নারী বন্দীদের মধ্যে একমাত্র মিন্নিই নির্জন কনডেম সেলে আছেন। মিন্নি ব্যতীত বরগুনার কারাগারের কনডেম সেলে অন্য কোনো নারী বন্দী নেই। এছাড়া রিফাত হত্যা মামলার অপর পাঁচজন পুরুষ আসামিকেও কনডেম সেলে রাখা হয়েছে। কনডেম সেলে বন্দি মিন্নিসহ প্রত্যেক আসামীকে কারাগারের পক্ষ থেকে দুই সেট পোশাক দেয়া হয়েছে। এ পোশাক তারা পরিধান করবেন।

জেল সুপার আনোয়ার হোসেন বলেন, ‘মিন্নিকে রাখা হয়েছে নারী ওয়ার্ডের কনডেম সেলে। আর পুরুষ বন্দীরা আছেন পুরুষ ওয়ার্ডের কনডেম সেলে।’ তারা কনডেম সেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন জানিয়ে এই জেল সুপার আরও বলেন, কারাবিধি অনুযায়ী ছয় বন্দীকেই কনডেম সেলে থালা, বাটি ও কম্বল দেয়া হয়েছে। এছাড়াও প্রতি আসামিকে কারাগারের পক্ষ থেকে দুই সেট পোশাক দেয়া হয়েছে। এ পোশাক তারা পরিধান করবেন।

কারা সূত্র জানায়, কারাগারগুলোতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত নারীদের মধ্যে কেউ কেউ ১০-১৫ বছর ধরে কনডেম সেলের বাসিন্দা। দেশে বহু পুরুষ আসামির ফাঁসি কার্যকর হলেও কোনো নারী আসামির ফাঁসি কার্যকর হয়েছে, এমন তথ্য পাওয়া যায়নি। এক কারারক্ষী জানান, তিনি ২৮ বছর ধরে চাকরি করছেন, আজ পর্যন্ত কোনো নারী আসামির ফাঁসি হয়েছে, এমন কথা শোনেননি।