ঢাকা, ১৫ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৮৫৫

নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪০ ২৮ ডিসেম্বর ২০১৮  

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ কর্মকর্তাদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে ভবন উড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছেন কে বা কারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কয়েকদিন ধরেই এ ধরনের বার্তা পাচ্ছেন তারা। 

নাম, ঠিকানাবিহীন বার্তায় বলা হয়, আল্লাহু আকবার। এ কুফরি নির্বাচন বন্ধ কর অথবা মুজাহিদদের হাতে ভয়ংকর পরিণতির জন্য প্রস্তুত থাক। যেকোনো সময় নির্বাচন কমিশন উড়িয়ে দিতে আমরা প্রস্তুত। ইনশাআল্লাহ মুজাহীদিন। 

০১৮৮০৯০৮৭৩০ নম্বর থেকে এ হুমকি দেয়া হচ্ছে।

এর আগে দশম সংসদ নির্বাচনে কমিশন চত্বর ও নির্বাচন কমিশনারদের বাসায় ককটেল হামলা হয়।

তবে নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি এবারই প্রথম।

ইসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা আতঙ্কিত। এ কারণে ভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইসি ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

আসছে ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে টানা ভোটগ্রহণ চলবে।

এক প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

৩০ ডিসেম্বরের ভোটের দরকারি সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে নির্ব াচন কমিশন। 

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর