ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
২৪৬

নির্বাচন সুষ্ঠু হলে জয় সুনিশ্চিত: তৈমূর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৭ ১৬ জানুয়ারি ২০২২  

নির্বাচন সুষ্ঠু হলে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার। তিনি বলেছেন, ‌‘এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হচ্ছে। শেষ পর্যন্ত পরিবেশ এমন থাকলে আমি লক্ষাধিক ভোটে জয়লাভ করবো।’

 

রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ মাইজদাইর ইসলামিয়া সিনিয়র কামিল (এমএ) মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

 

ভোট দিয়ে কেন্দ্রের বাইরে এসে তৈমূর বলেন, ‘ভোটের ব্যবধান হবে লক্ষাধিক, আল্লাহর রহমতে আমি লক্ষাধিক ভোটে জিতবো।’

 

তিনি বলেন, ‘ভোট শেষ হলে বোঝা যাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না? এখনই এ ব্যাপারে মন্তব্য করতে চাই  তবে জনস্রোত আমার দিকে, হাতির দিকে, পরিবর্তনের দিকে আছে ইনশাআল্লাহ। আপনারা অপেক্ষা করেন, পর্যবেক্ষণ করেন।’

 

এর আগে, সকালেই ভোটকেন্দ্র পরিদর্শনে বের হন হাতি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া তৈমূর আলম খন্দকার।

রাজনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর