ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
১২৩

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন জো বাইডেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৬ ২৫ এপ্রিল ২০২৩  

২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার রানিং মেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে তিনি পছন্দ করেছেন।

 

বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, নিজ দল ডেমোক্র্যাটের ভোটারসহ বেশিরভাগ মানুষ বলছেন, প্রেসিডেন্ট বাইডেনের দ্বিতীয় দফায় নির্বাচন করা উচিত হবে না। তারপরও তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচনের এই ঘোষণা দিলেন। ভোটারদের বেশিরভাগই বলছেন, তারা ৮০ বছরের একজন বৃদ্ধকে তাদের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না।

 

মঙ্গলবার এক ভিডিও বার্তায় বাইডেন জানা, আমেরিকার গণতন্ত্রের জন্য আবার নির্বাচনে লড়বেন তিনি। গণতন্ত্রকে আমেরিকার ‘আত্মা’ বলে উল্লেখ করেন।

 

তিনি আরও জানান, ২০২০ সালেও একই বার্তা দিয়েছিলেন এবং এখনো তার গ্রহণযোগ্যতা রয়েছে।

 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখন আমাদের সামনে প্রশ্ন যে, আগামী বছরগুলোতে আমরা বেশি স্বাধীনতা ভোগ করব, নাকি কম স্বাধীনতা ভোগ করব; বেশি অধিকার ভোগ করব, নাকি কম অধিকার ভোগ করব।

 

বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট বলেন, এসব প্রশ্নের কী জবাব আমি তা জানি এবং আমি মনে করি আপনারাও তা জানেন। এটি আত্মতুষ্টির সময় নয়। এজন্য আমি পুনঃনির্বাচন করছি।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর