ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৩২৮

নিলামে সাড়ে ৭ লাখ ডলারে বিক্রি হলো প্রিন্সেস ডায়ানার গাড়ি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪২ ২৮ আগস্ট ২০২২  

প্রিন্সেস ডায়ানার ২৫তম মৃত্যুবার্ষিকীর কদিন আগে নিলামে উঠল তার ব্যবহৃত ফোর্ড গাড়িটি। দাম পেয়েছে ৭ লাখ ৬৪ হাজার ডলার। খবর এপি। ১৯৮০ এর দশকে ফোর্ডের কালো রঙের এসকর্ট আরএস টার্বো গাড়িটি ব্যবহার করতেন ডায়ানা। গত শনিবার নিলামে হাড্ডাহাড্ডি লড়াই শেষে সেই গাড়ির মালিকানা পান নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন ক্রেতা।

 

১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে সড়ক দুর্ঘটনায় মারা যান ডায়ানা। ব্রিটেন ও সারা বিশ্বের ভক্তরা দিনটি পালনের প্রস্তুতি নিচ্ছে এখন। নিলামে বিক্রি হওয়া গাড়িটি ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত সাবেক এই রাজবধূ ব্যবহার করেন। এই গাড়ি চালিয়ে বুটিক শপ ও রেস্টুরেন্টে গিয়েছিলেন। সে সব ছবি এখনো পাওয়া যায়। সাধারণত নিরাপত্তা দলের কোনো সদস্যকে যাত্রীর আসনে বসিয়ে গাড়ি চালাতেন প্রিন্সেস ডায়ানা।


আরএস টার্বো সিরিজ ওয়ান সাধারণত সাদা রঙে পাওয়া যায়। ডায়ানা নিজের জন্য গাড়ির 
কালো রং পছন্দ করেছিলেন। এতে দ্বিতীয় রিয়ার-ভিউ মিররসহ বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। গাড়িটি ২৫ হাজার কিলোমিটার পথ চলেছে।

 

উল্লেখ্য, গত বছর ডায়ানার ব্যবহৃত আরেকটি ফোর্ড এসকর্ট নিলামে তোলা হয়। সেটি দাম পায় ৬১ হাজার ১০০ ডলার।