ঢাকা, ১২ মে সোমবার, ২০২৫ || ২৮ বৈশাখ ১৪৩২
good-food
৮৫৭

নৌকার জয় হবেই, ভোট দিয়ে বললেন শেখ হাসিনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫৮ ৩০ ডিসেম্বর ২০১৮  

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজের ভোট দিয়ে আশা জানিয়ে বললেন, নৌকার জয় হবে, হবেই।

এ সময় তিনি বিজয়সূচক ‘ভি’  চিহ্ন দেখান।

তবে প্রধানমন্ত্রী এ কথাও বললেন, নির্বাচনে যে ফলাফলই আসুন না কেন, তিনি ও তাঁর দল তা মেনে নেবেন।

আজ ৩০ ডিসেম্বর রোববার সকাল ৮টায় সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শুরু হয়।

সকাল সোয়া আটটার দিকে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভোট দেয়ার পর তিনি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন।

এ সময় শেখ হাসিনা বলেন, নৌকার বিজয় হবে। স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় হবে। মানুষ উন্নয়নের পক্ষে তাদের রায় দেবে।

তাঁর আস্থার কারণ কী—এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশের মানুষ আমার সঙ্গে আছে। এটাই আমার আস্থার কারণ।

ভোটের আগের রাতে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী হত্যার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত চক্র দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা চালিয়ে তার দলের নেতা-কর্মীদের হত্যা করেছে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আমি কোনো সহিংসতা চাই না। মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে। বিজয়ী করবে। তিনি বলেন, আমি সবার কাছে নৌকা মার্কায় ভোট চাই। দেশের উন্নয়ন যেন অব্যাহত থাকে সেটা চাই।

ঢাকা সিটি কলেজ ঢাকা-১০ আসনের মধ্যে পড়েছে। এখানে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। প্রধানমন্ত্রী ভোট দেয়ার সময় তিনিও সঙ্গে ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদও এ সময় উপস্থিত ছিলেন।