ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
২৭৬

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যা বললেন মোদি-এরদোগান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:২৩ ১২ এপ্রিল ২০২২  

পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। পাকিস্তানের জিও টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

পিটিআই চেয়ারম্যান ইমরান খান পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারানোর পরদিন গতকাল সোমবার ১৭৪ ভোট পেয়ে বিরোধীদলীয় প্রার্থী শাহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক টুইটে মোদি বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মিয়া মুহাম্মদ শাহবাজকে শুভেচ্ছা। ভারতের চাওয়া হচ্ছে, এ অঞ্চল যেন শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সন্ত্রাসমুক্ত থাকে। আমরা যাতে জনগণের জীবনমান উন্নয়নে মনযোগ ধরে রাখতে পারি।’

 

অন্যদিকে, ফোনালাপে শাহবাজকে অভিনন্দন জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান জানান, শাহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তিনি ‘খুবই খুশি’ হয়েছেন। নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফোন করেন এরদোগান।

 

তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জানিয়ে শাহবাজ দুই দেশের মধ্যকার সম্পর্কে আরও অগ্রগতির আশাবাদ ব্যক্ত করেন।

 

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে দেওয়া ভাষণে শাহবাজ বলেন, ‘আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত স্থায়ী শান্তি সম্ভব নয়।’

 

ভারতীয় প্রধানমন্ত্রী মোদির প্রতি আহ্বান জানিয়ে শাহবাজ বলেন, ‘সীমান্তের দুই প্রান্তেই দারিদ্র্য আছে। আমি প্রধানমন্ত্রী মোদিকে বিষয়টি বোঝার জন্য বলব। জম্মু-কাশ্মীর সমস্যা সমাধানের জন্য আমি মোদিকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এরপরে আমরা একযোগে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করব।’

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর