ঢাকা, ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১ আশ্বিন ১৪৩২
good-food
১৫২২

পুরনো ’রূপ’ পাচ্ছে বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩১ ১৯ অক্টোবর ২০২০  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদি পৈত্রিক বাড়ি পুরনো রূপে (আদল) ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

 

তিনি বলেন, বিভিন্ন সময়ে বাড়িটি সংস্কার এবং রঙ করে আধুনিক করা হয়েছে। কিন্তু আমরা সেটিকে পুরনো অবস্থায় ফিরিয়ে আনার কাজ করছি।
 

সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

 

কে এম খালিদ বলেন, সুস্থধারার সংস্কৃতি চর্চা ছড়াতে টুঙ্গিপাড়ায় সাংস্কৃতিক একাডেমি তৈরি করা হবে। তাতে শিল্পকলার সব বিভাগ এবং লাইব্রেরি থাকবে। ইতোমধ্যে নকশা প্রস্তুত করা হয়েছে। শিগগির জমি অধিগ্রহণ শুরু হবে।  

 

বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এতে ’৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে নিহত শেখ মুজিব এবং তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। 

 

এরপর বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি পরিদর্শন করেন এবং সংস্কার কাজের অগ্রগতির খোঁজখবর নেন প্রতিমন্ত্রী। এসময় তার স্ত্রী সোহেলা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহীদুল ইসলাম এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশকে জানো বিভাগের পাঠকপ্রিয় খবর