ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
২৯৬

প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সংকটজনক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪৪ ১১ আগস্ট ২০২০  

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সংকটজনক।  মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে রাখা হয়েছে। নয়াদিল্লির আর্মি রিসার্চ এন্ড রেফারাল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আগামী কয়েকঘণ্টা অত্যান্ত গুরুত্বপূর্ণ। কারণ অস্ত্রোপচারের আগে রুটিন পরীক্ষায় দেখা যায় প্রাক্তন রাষ্ট্রপতি করোনা পজিটিভ। আর্মি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, করোনা না থাকলে প্রণববাবুকে ভেন্টিলেশনে রাখার প্রয়োজন হত না। চুরাশি বছর বয়স্ক প্রণব মুখোপাধ্যায় দু'হাজার বারো থেকে সতেরো পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তার আগে তিনি বিভিন্ন সময়ে কংগ্রেসের পক্ষে অর্থমন্ত্রক সহ বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব সামলিয়েছেন। প্রণব মুখোপাধ্যায় এর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন তাঁর বাবার দ্রুত আরোগ্য কামনা করার জন্যে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর্মি হাসপাতালে গিয়ে প্রণব বাবুর স্বাস্থ্যের খোঁজ নেন।