ঢাকা, ০২ নভেম্বর রোববার, ২০২৫ || ১৮ কার্তিক ১৪৩২
good-food
৪১৮

প্রধানমন্ত্রীকে ইমরান খানের ফোন, করোনা বন্যা নিয়ে আলোচনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৮ ২২ জুলাই ২০২০  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোন করে কথা বলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রেস বিবরণীতে জানানো হয়েছে দুই প্রধানমন্ত্রী বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে কথা বলেন। ১৫ মিনিট স্থায়ী ওই ফোন কলে করোনা ও বন্যা নিয়ে আলোচনা করেন তারা। তবে এর বাইরে অন্য কোনো ইসু ছিল কি না তা জানা সম্ভব হয়নি। 
প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়,  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টেলিফোন করেন। দু’নেতার কথপোকথন প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়। কুশলাদি বিনিময়ের পর ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বাংলাদেশে কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি ও এর মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ সম্পর্কে জানতে চান। প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকার করোনা সংক্রমণ মোকাবিলায় এবং এর চিকিৎসা ক্ষেত্রে যে সকল উদ্যোগ গ্রহণ করেছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এরপর ইমরান খান শেখ হাসিনার নিকট বাংলাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি তাকে চলমান বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।