ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
১৯৩

প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য ‘শব্দ চয়নে ভুল’

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:২৩ ৫ জুন ২০২৩  

নির্বাচনকালীন সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীর ‘পদত্যাগ’ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক যে বক্তব্য দিয়েছিলেন, তা ‘শব্দ চয়নের ভুল’ ছিল বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। সাংবাদিকদের ‘উপর্যুপরি’ প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রীর ওই ভুল হয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। 

 

রোববার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচনকালীন সরকার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। 

 

সেখানে তিনি বলেন, “প্রধানমন্ত্রী যখন মনে করবেন যে তিনি একটা ছোট সরকার করতে চান, নির্বাচনকালীন সরকার… তখন তিনি সেই সময়ে তিনি পদত্যাগ করবেন এবং তার পরে তিনি তার সরকার গঠন করবেন। 


“আমার মনে হয় এই ব্যাপারে কোনো অস্পষ্টতা নাই। তার কারণ হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে বলে দিয়েছেন যে তিনি এই যে নির্বাচনকালীন সরকারে কারা থাকতে পারেন তার ব্যাপারে একটি রূপরেখা দিয়েই দিয়েছেন, সেজন্য এখানে আর বিস্তারিত কিছু বলার নাই।” 

 

মন্ত্রীর বক্তব্যের ওই ‘পদত্যাগ’ বিষয়টি নিয়ে আলোচনার ঢেউ ওঠে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর দুটি নির্বাচনকালীন সরকার গঠন হয় শেখ হাসিনার নেতৃত্বেই। আর এবার তার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে আন্দোলনে আছে বিএনপি ও সমমনারা। 

 

২০১৪ সালের নির্বাচনের আগের অবস্থানে ফিরে গিয়ে বিরোধীরা বলছে, দাবি না মানলে নির্বাচন হতে দেওয়া হবে না। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, সংবিধানে যেভাবে বলা আছে, নির্বাচন হবে সেভাবেই। সরকারের পদত্যাগের প্রশ্নই আসে না। 

 

দুই প্রধান রাজনৈতিক দলের মুখোমসুখি অবস্থানের মধ্যে আইনমন্ত্রীর এই বক্তব্য নতুন কোনো ভাবনার সূচনা কি না, সেই প্রশ্নের মধ্যে বিকালে আইন মন্ত্রণালয় থেকে ব্যাখ্যা আসে। 


মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম আইনমন্ত্রী যা যা বলেছেন, তার অনেক কথা উল্লেখ করে লেখেন, “সাংবাদিকদের উপর্যুপরি প্রশ্নের জবাব দিতে গিয়ে মাননীয় মন্ত্রী নির্বাচনকালীন সরকার গঠন প্রসঙ্গে শব্দ চয়নে ভুল করায় যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা উপরোক্ত বক্তব্য দ্বারা স্পষ্ট করা হলো।” 

 

তবে আইনমন্ত্রী কী ভুল করেছিলেন, তা সেই ব্যাখ্যায় আর উল্লেখ করা হয়নি। এ প্রশ্ন নিয়ে যোগাযোগ করা হলে রেজাউল করিম মন্তব্য করতেও রাজি হননি। 

 

আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসারের ব্যাখ্যায় মন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, “সাংবাদিকেদের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধান অনুযায়ী ওয়েস্ট মিনিস্টার স্টাইল পার্লামেন্টারি সিস্টেম অব গভর্নমেন্টে আমাদের রাষ্ট্র পরিচালনা করা হয়। সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যখন মনে করেন যে, তিনি একটি ছোট সরকার গঠন করতে চান বা নির্বাচনকালীন সরকার করতে চান, তখন তিনি তা করবেন। 

 

“আমার মনে হয় এই ব্যাপারে কোন অস্পষ্টতা নেই। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছেন, নির্বাচনকালীন সরকারে কারা কারা থাকতে পারেন, সে ব্যাপারে একটি রূপরেখা তিনি দিয়েই দিয়েছেন।”