ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
৫৮৫

পড়া বন্ধ করে নতুন চুল গজাতে পেয়ারা পাতা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৩ ১৭ সেপ্টেম্বর ২০১৯  

সাম্প্রতিক সময়ে চুল পড়া ভয়াবহ সমস্যা। ছেলেমেয়ে উভয়েই এ সমস্যায় ভুগছেন। চুল পড়া রোধে দামি ওষুধ ও প্রসাধনী ব্যবহার করেও কাজ হচ্ছে না। তবে এ নিয়ে দুশ্চিন্তা কমাতে পারেন। পেয়ারা পাতার ব্যবহারে পেতে পারেন জাদুকরী সমাধান।

চুল পড়ার বিভিন্ন কারণ রয়েছে। কারণভেদেই মূলত সমস্যার সমাধান করতে হবে। তবে পেয়ারা পাতার দাওয়াইয়ে আপনি পেতে পারেন আশ্চর্যজনক উপকার। এটি শুধু চুলই গজায় না, চুলের ঔজ্জ্বলতাও বৃদ্ধি করে।

পেয়ারা পাতায় রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান,  যা মাথার তালু সুস্থ রাখতে সাহায্য করে। এটি মাথার খুশকি হওয়া রোধ করে, সেই সঙ্গে দূর করে। পেয়ারা পাতায় রয়েছে ভিটামিন সি। এ উপাদান মাথার তালুতে ফলিক অ্যাসিডের ভারসাম্য বজায় রেখে নতুন চুল গজাতে সাহায্য করে।

যা লাগবে:
১. এক মুঠো পেয়ারা পাতা

২. ১ লিটার পানি

যেভাবে তৈরি করবেন:
একটি পাত্রে পানি নিন। সেটি জ্বলন্ত চুলার ওপর দিন। পানি ফুটা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটলে তাতে পেয়ারা পাতা দিন। পরে ২০ মিনিট জ্বাল দিন। এবার নামিয়ে ফেলুন।

যেভাবে ব্যবহার করবেন:
প্রথমে চুল ভালো করে শ্যাম্পু করে নিন। তবে কন্ডিশনার ব্যবহার করা যাবে না। চুল কিছুটা শুকিয়ে এলে বেণী করুন। এর পর পেয়ারা পাতার পানি ঢালুন। মাথার তালুতে এ পানি দিয়ে কমপক্ষে ১০ মিনিট ম্যাসাজ করুন। ২ ঘণ্টা রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কতদিন পর পর ব্যবহার করবেন:
যদি চুল পড়া সমস্যা অনেক বেশি থাকে তা হলে সপ্তাহে তিনবার ব্যবহার করুন। আর যদি চুল শাইনি সিল্কি করে তুলতে চান তা হলে সপ্তাহে দুইবার ব্যবহার করুন।