ঢাকা, ১৬ মে শুক্রবার, ২০২৫ || ১ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
১৫০৬

ফারুকের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট পার্থ’র

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৫৯ ২৫ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ তুলে রিট করেছেন ঐ একই আসনের (ঢাকা-১৭) ২০-দলীয় জোটের প্রার্থী  ও বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

রিট আবেদনে পার্থ ফারুকের প্রার্থিতা স্থগিত চেয়েছেন। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন পার্থ। পরে তা আদালতে উপস্থাপন করা হয়। 

আদালতে উপস্থাপন করার পর বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এই আবেদন আমলে নিয়ে এর ওপর বুধবার শুনানির দিন ধার্য করেন। 

আন্দালিব রহমান পার্থের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো এক চিঠিতে আকবর হোসেন পাঠান স্বীকার করেছেন যে, তাঁর ঋণ পুনঃতফসিল হয়নি। আরপিওর বিধান অনুসারে ঋণখেলাপি ব্যক্তির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কোন সুযোগ নেই। তাই ফারুকের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করেছেন তিনি। আদালত বুধবার শুনানির জন্য রিটটি আমলে রেখেছেন।

এক সময়ের জনপ্রিয় নায়ক ফারুক বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে আংশগ্রহণ করেন। অনেক দিন আওয়ামীলীগের রাজনীতি করার পর অনেক কাঠখড় পুড়িয়ে নমিনেশন পান। 

এই আসনে  (ঢাকা-১৭) আকবর হোসেন পাঠানের পাশাপাশি আছেন হেভিওয়েট প্রার্থী আন্দালিব রহমান পার্থ ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। 

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর