ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
১৬৯

বঙ্গভবন ছেড়ে নিকুঞ্জের বাসায় উঠবেন আবদুল হামিদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৫ ২৩ এপ্রিল ২০২৩  

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময়ের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ দুই মেয়াদে টানা ১০ বছর দায়িত্ব পালন শেষে বঙ্গভবন ছেড়ে যাচ্ছেন।

 সোমবার বেলা ১১টায় নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ নিয়ে বঙ্গভবনে উঠবেন। এসময়  প্রেসিডেন্ট আবদুল হামিদকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে।

জানা গেছে, দায়িত্ব হস্তান্তরের পর বঙ্গভবন ছেড়ে  আবদুল হামিদ রাজধানীর নিকুঞ্জে তার নিজের বাড়িতে  উঠবেন। আসবাবপত্রসহ সব সরঞ্জাম এরইমধ্যে বাসায় পাঠানো হয়েছে।

১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিকুঞ্জ-১ আবাসিক এলাকার দুই নম্বর সড়কে তিন কাঠা জমি পান আব্দুল হামিদ। ২০০০ সালে সেখানে বাড়ির কাজ ধরেন।  তিনতলা বাড়ি।

রাষ্ট্রপতি প্রেস সচিব জয়নাল আবেদীন গনমাধ্যমকে জানান, “মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ মেয়াদ শেষে নিকুঞ্জের বাসায় উঠবেন। নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের পর বঙ্গভবনে তার বিদায় অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের শেষে তাকে সর্বোচ্চ সম্মান ও রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী নিকুঞ্জের বাসায় নিয়ে যাওয়া হবে।”

নিকুঞ্জ-১ আবাসিক এলাকায় ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাসায় বাইরের মানুষের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।