ঢাকা, ২৮ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ১৩ কার্তিক ১৪৩২
good-food
৩৩৯

বাংলাদেশকে ২৫ লাখ ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:০৫ ২৭ জুন ২০২১  

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। শনিবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন।


করোনার টিকা সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। কারণ ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা কেনার জন্য চুক্তি করেছিল এ দেশ। তবে এখন পর্যন্ত মাত্র ৭০ লাখ ডোজ টিকা ক্ষমতাসীন সরকারকে সরবরাহ করেছে তারা।


ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে সিরাম আর কোনও টিকা না দেয়ায় গভীর সংকটে পড়ে বাংলাদেশ। এরপর চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ নানা সূত্র থেকে টিকা সংগ্রহের চেষ্টা চালায় পররাষ্ট্র মন্ত্রণালয়।


এর মধ্যে চীন থেকে উপহারের ছয় লাখ ডোজ টিকা এসেছে। আর এবার টিকা সরবরাহের বৈশ্বিক জোট কোভ্যাক্সের মাধ্যমে ২৫ লাখ টিকা দেয়ার কথা জানালো যুক্তরাষ্ট্র।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর